পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির কাতল ও পাঙাশ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০১:৪৫ পিএম
পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির কাতল ও পাঙাশ
বিশাল আকৃতির চার পাঙাশ মাছ/ছবি: সংবাদ প্রকাশ

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতল ও পাঙাশ মাছ। এর মধ্যে কাতলটির ওজন ১৪ কেজি ৮০০ গ্রাম এবং ১১, ১৩ ও ১৪ কেজি ওজনের ৪টি পাঙাশ মাছ। রমজান আলী নামের এক জেলের জালে পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ে এই মাছগুলো।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনেন রমজান আলী। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী শাহাজান শেখ ১৪০০ টাকা কেজি দরে কাতল মাছটি মোট ২০ হাজার ৭২০ টাকায় কিনেন এবং ১৩০০ টাকা ধরে ১১ কেজির পাঙাশ ২টি ১৪ হাজার ৩০০ টাকায় ও ১৩ কেজির পাঙাশটি ১৬ হাজার ৯০০ টাকা ধরে এবং ১৪ কেজির পাঙাশটি ১৮ হাজার ২০০ ধরে কিনে নেন। সবকয়টি মাছ এক লক্ষ এক হাজার ৭০০ টাকায় কিনে নেন তিনি।

শাহাজান শেখ বলেন, “কাতলটি ১০০ টাকা ধরে পাঙাশ চারটিও ১৩৫০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন এবং বাকি মাছগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য ফোনে যোগাযোগ করছেন।”

এছাড়া পদ্মা নদীর মাছ সুস্বাদু হওয়ায় দেশব্যাপী এর চাহিদা অনেক বেশি বলে জানান ব্যবসায়ী শাহজাহান।

Link copied!