যশোরে নাশকতা মামলায় শার্শা উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৭ জুলাই) তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। পরে একজনকে জামিন দিয়ে ১০জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন- শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, একই গ্রামের আরাফাতের ছেলে শাহীন মেম্বার, জাফর, মৃত আফসারের ছেলে আইজুল, মহসিনের ছেলে স্বপন, সুবর্ণখালী গ্রামের আইজেল মোড়লের ছেলে শামসুর রহমান, কাজিরবেড় গ্রামের আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের আব্দুল অহেদের ছেলে মুরাদ হোসেন।
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শারীরিক পরিস্থিতি বিবেচনায় আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন এবং অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি নুর আলম পান্নু।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হন। ওই সময় তারা নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিহত করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় সাকিব নামে একজনকে স্থানীয়রা আটক করে।
ঘটনার পর দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা করেন।
মামলায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়। আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































