• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:২১ এএম
দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে থোয়াই অংপ্রু মারমা (৬৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) ঘাগড়া-বড়ইছড়ি সড়কের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত থোয়াই অংপ্রু মারমার বাড়ি ঘাগড়া-বড়ইছড়ি সড়কের পাশে কুকিমারা গ্রামে। তার স্ত্রীসহ ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে।


স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কৃষিজমিতে কাজ শেষে থোয়াই অংপ্রু মারমা বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা চলে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অংসাপ্রু মারমা জানিয়েছেন, নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কৃষিকাজ করতেন (জুম চাষি। তিনি কাজ শেষে বাড়ি ফেরার সময় কুকিমারা গ্রামে ঢুকতেই রাস্তায় তাকে গুলি করা হয়।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সংবাদ প্রকাশকে জানান, নিরাপত্তার বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশটি মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল লাশটিকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি পাঠানো হয়েছে। 

থোয়াই অংপ্রু মারমাকে কারা, কেন গুলি করেছে, এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পুলিশ সুপার রওশন আরা।

Link copied!