• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

ডিম ফুটে বের হলো ২৮টি অজগরের বাচ্চা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:০৪ এএম
ডিম ফুটে বের হলো ২৮টি অজগরের বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরের মাধ্যমে অজগর সাপের ২৮টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

বুধবার (২৩ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ। মঙ্গলবার (২২ জুন) কিউরেটরে থাকা ৩১টি ডিম ফুটে ২৮টি বাচ্চা বের হয়। নষ্ট হয় তিনটি ডিম।

মো. শাহাদাত হোসেন শুভ জানান, বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট ২২টি বড় অজগর রয়েছে। সেগুলো এবার ৩১টি ডিম দেয়। সেসব ডিম যাতে নষ্ট না হয় তাই তারা খাঁচা থেকে সংগ্রহ করে ইনকিউবেটরে রাখেন। দীর্ঘ ৬৭ দিন ইনকিউবেটরে পরিচর্যা করার পর মঙ্গলবার ২৮টি ডিম ফুটে বাচ্চা বের হয়।

এই কিউরেটর আরও জানান, সদ্যফোটা অজগরের বাচ্চাগুলোকে আগামী ২০ দিন ইনকিউবেটরে রক্ষণাবেক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে বাচ্চাগুলো চামড়া পরিবর্তন করবে। চামড়া পরিবর্তন করার পর বাচ্চাগুলোকে খাবার দেওয়া হবে। এরপর বাচ্চাগুলোকে বন্য পরিবেশে ছাড়া হবে কিনা সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাতে তৈরি কিউরেটরের বিষয়ে মো. শাহাদাত হোসেন শুভ আরও জানান, অজগর সাপের ডিম খাঁচার ভেতর রাখলে সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তাই তারা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নিজেরাই একটি ইনকিউবেটর তৈরি করেছেন। ২০১৯ সালের জুন মাসে সেই ইনকিউবেটরে প্রথমবারের মতো অজগর সাপের ২৫টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। যা পরবর্তীকালে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

Link copied!