• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এবার কুষ্টিয়ায় একই ব্যক্তিকে ১০ মিনিটে দুইবার টিকা


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৯:০৭ পিএম
এবার কুষ্টিয়ায় একই ব্যক্তিকে ১০ মিনিটে দুইবার টিকা

নারায়ণগঞ্জের পর এবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় একই ব্যক্তিকে ১০ মিনিটের ব্যবধানে দুইবার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর আগে নারায়ণগঞ্জে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে একই সময়ে তিনবার টিকা দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

জানা যায়, খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের মো. বাশারুজ্জামান (৩৮) বৃহস্পতিবার দুপুরে টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পরেই তাকে পুনরায় ডেকে আবার টিকা দেওয়া হয়।

এ ব্যাপারে টিকাগ্রহণকারী বাশারুজ্জামান জানান, টিকার কার্ড নিয়ে কেন্দ্রে গেলে নার্স তাকে একটি টিকা দেন। পরে এসে আবার দাঁড়ান। সেসময় নার্স ভিতরে যেতে বলেন। সেখানে যাওয়ার পর আবার তাকে টিকা দেওয়া হয়।

এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট নার্স বলেন, “এটা একটা ভুল, তিনি (বাশারুজ্জামান) একবার টিকা নিয়েছেন অথচ আমাকে বলেননি।”

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জমান বলেন, “এর জন্য টিকা গ্রহণ করা ব্যক্তিই দায়ী। তিনি কেন বলেননি যে তাকে টিকা দেওয়া হয়েছে?”

তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন ডা. মো. কামরুজ্জমান।

Link copied!