• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

ইউপি কার্যালয় থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৪:৩৮ পিএম
ইউপি কার্যালয় থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৭ অক্টোবর) দুপুর ২টায় দিকে বামন্দী ও গাংনী থানা পুলিশ বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে।  

বামন্দী পুলিশ ক্যাম্পের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) শরিফ হোসেন জানান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি ব্যাগের মধ্যে দুটি বোমাসদৃশ বস্তু রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার বোমাসদৃশ বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, কে বা করা গ্রিলের উপর দিয়ে একটি ব্যাগে দুটি লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।  

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভয়ভীতি দেখানোর জন্য বোমাসদৃশ্য বস্তু রেখে যেতে পারে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!