• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০২:৫৭ পিএম
বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করুন

বিশ্ব ভ্রমণ করতে সবারই ভালো লাগে। ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই উড়াল দেন এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছুটে যান প্রকৃতির কাছে কিংবা সমুদ্রের মাঝে। বিশ্বের অনেক দেশই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। কিন্তু ভিসা প্রসেসিংয়ের জটিলতার কারণে সেসব দেশে যাওয়া মুশকিল। তবে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে যেতে প্রয়োজন হবে না কোনও ভিসার। শুধু টিকিট কেটেই উড়াল দেওয়া যায় সেসব দেশে।

পাসপোর্ট বা ভিসার ঝক্কি-ঝামেলার কারণে বিদেশ ভ্রমণে যারা এখনও যেতে পারছেন না তারা জেনে নিন কোন কোন দেশে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশ্ব ভ্রমণে যাওয়ার আগে এসব তথ্য আপনাকে বেশ উপকৃত করবে। বাংলাদেশি পর্যটকরা যেসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন চলুন জেনে নেই।

দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২-এর বিশ্ব ভ্রমণের তালিকা  প্রকাশ করেছে। সেই তালিকার তথ্য মতে, বিশ্বের ভ্রমণ তালিকায় বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১০৪ এবং অ্যাকসেস ৪০। সেই অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশে ঘুরতে পারবেন। যার মধ্যে রয়েছে এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ। 

এসব দেশে সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি পাবেন বাংলাদেশি পর্যটকরা। 

 

Link copied!