• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

হজ পালনের জন্য সৌদি আরবে মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০২:৫৭ পিএম
হজ পালনের জন্য সৌদি আরবে মুশফিক
ছবি সংগৃহীত

আগেই জানা ছিল, মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল শুক্রবার তিনি হজ পালনের জন্য দেশত্যাগ করে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছেছেন।

শনিবার (২ জুলাই) মুশফিক মক্কায় পৌঁছে কাবা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ পালন করেননি ৩৫ বছর বয়সী মুশফিক। তবে গত দুই বছর থেকে তিনি পবিত্র হজ পালনের জন্য চেষ্টা করছিলেন। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাসের কারণে সৌদি সরকারের বিধিনিষেধে পড়ে হজ পালন করতে পারেননি তিনি।

এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। হজ পালনের জন্য আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক।

সব ঠিক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলে ফিরতে পারেন দেশসেরা এই অভিজ্ঞ ব্যাটার। সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। 

Link copied!