শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিক ও পি. ফডেনের গোলে প্রতিপক্ষের মাঠে দাপট দেখায় শীর্ষ দলটি।
ম্যাচের প্রথম মিনিটেই দারুণ সুযোগ তৈরি করেছিল সিটি। কিন্তু গোল পেতে ব্যর্থ হয়। স্বাগতিকরাও ম্যাচের ১৮ মিনিটে গোল পেতে পারত। বল পোস্টে লেগে ফেরত আসে। এর মাত্র সাত মিনিট পর স্টার্লিং দারুণ শট নেন। কিন্তু দুর্দান্ত গতিতে নরউইচ গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। তবে এর ছয় মিনিট পর ম্যাচের ৩১ মিনিটে স্টার্লিংয়ের গোলেই এগিয়ে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ফডেনের শট গোল হওয়ার মতো না হলেও বল জালে জড়িয়ে যায় গোলরক্ষকের ব্যর্থতায়। ম্যাচের ৭০ মিনিটে সহজ গোলে ব্যবধান আরও বাড়ান স্টার্লিং।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। এবার পেনাল্টি থেকে গোল আদায় করেন এই ইংলিশ তারকা। লিগে এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত সিটি।
লিগে ২৫ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। ২৩ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫১।