পরিবেশ ঠান্ডা রাখতে সমাবেশস্থলে পানি ছিটাচ্ছে ডিএনসিসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:০৩ পিএম
পরিবেশ ঠান্ডা রাখতে সমাবেশস্থলে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৯ মে) দুপুর ৩টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ শুরু হয়। এসময় সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।  

এদিকে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে সেখানে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদের কারণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ হয়ে উঠেন আন্দোলনকারীরা। পরে স্প্রে কেনন পানি ছিটানো শুরু করে ডিএনসিসি।

সিটি করপোরেশনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। অনেকের দাবি, তাদের এই আন্দোলন সহযোগিতা করছে প্রশাসন।

এদিকে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। স্লোগান দেয়া হচ্ছে, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ, ‘লীগ ধর জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠে।

Link copied!