আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:৪৬ পিএম
আ.লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে খুলনায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর শিববাড়ী মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জুমার নামাজের পর নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শিববাড়ি মোড়ে জড়ো হন। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা- ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘শেখ সোহেল-জুয়েল-হেলালের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্র নেতা আহম্মদ হামিদ রাহাতের সঞ্চালনায় শিববাড়ি মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল কেডিএ অ্যাভিনিউ হয়ে নগরীর ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। একই সময়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পৃথক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে দেশে জুলুম-নিপীড়নের ইতিহাস সৃষ্টি করেছে। তারা দাবি করেন, বিগত ১৬ বছর ধরে সরকার ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। ৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের এ দেশে থাকার নৈতিক বৈধতা নেই বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, শেখ মো. নাসির উদ্দিন, মো. রাকিব হাসান, আরিফুল ইসলামসহ অনেকে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!