দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ও নির্বাচন আগামী ২৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই কংগ্রেস ও নির্বাচন দুই মাস পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সময় পেছালেও কংগ্রেস ও নির্বাচনের ভেন্যু ঢাকাতেই রয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সাফের ভার্চুয়াল জরুরি নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরপর সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নির্বাচন পেছানোর অনুরোধ করেছিল। এই ব্যাপারে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতে জরুরি সভায় আলোচনা করে নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ হয়েছে।’
‘‘২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে নতুন তারিখ জানানো হবে, ‘এএফসি গাইডলাইন মেনে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। আজকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করব।’’
প্রসঙ্গত, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। আসন্ন নির্বাচনেও তার এই আসনে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।