• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএল নিলাম : ১২ কোটিতে কলকাতায় আইয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:০৪ পিএম
আইপিএল নিলাম : ১২ কোটিতে কলকাতায় আইয়ার
ছবি সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের খেলোয়াড়দের নিলাম শুরু হয়েছে। প্রথমেই মার্কি ক্যাটাগরির খেলোয়াড়দের বিডে ৬ বিদেশি ক্রিকেটারসহ ১০ ক্রিকেটারের নাম নিলামে তোলা হয়। এই রাউন্ডে সর্বোচ্চ ১২ কোটি রুপিতে ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয় এ নিলাম। আগামীকাল রোববারও অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের নিলাম। 

প্রথম রাউন্ডের খেলোয়াড়দের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে বিড করে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের আইয়ারকে দলে ভেড়ায় দুইবারের শিরোপাধারী কেকেআর।

নিলাম থেকে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদার। তাকে পাঞ্জাব দলে ভিড়িয়েছে ৯.২৫ কোটি রুপিতে। ভারতের শেখর ধাওয়ানকেও দলে ভিড়িয়েছে প্রীতি জিনতার দল। এই ব্যাটসম্যানের জন্য গুনতে হয়েছে ৮ কোটি ২৫ লাখ রুপি।

রাজস্থান রয়্যালস ৮ কোটি রুপিতে দলে টেনেছে কিউই পেইসার ট্রেন্ট বোল্টকে। এ ছাড়া প্যাট কামিন্সকে আবারও দলে টেনেছে কলকাতা ৭ কোটি ২৫ লাখ রুপিতে। ৭ কোটি রুপিতে ফাফ ডু প্লেসিকে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই আসরের জন্য ৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার কুইন্টন ডি কককে।

৬ কোটি ২৫ লাখ রুপিতে মোহাম্মদ শামিকে কিনেছে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্স। একই দামে দিল্লি ক্যাপিটালস দলে টেনেছে ডেভিড ওয়ার্নারকে। আর ৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

মার্কি ক্যাটাগরির ১০ ক্রিকেটার কে কোথায়

১২.২৫ কোটি রুপিতে শ্রেয়াস আয়ার (কলকাতা নাইট রাইডার্স)
৯.২৫ কোটি রুপিতে কাগিসো রাবাডা (পাঞ্জাব কিংস)
৮.২৫ কোটি রুপিতে শিখর ধাওয়ান (পাঞ্জাব কিংস)
৮ কোটি রুপিতে ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস)
৭.২৫ কোটি রুপিতে প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স)
৭ কোটি রুপিতে ফাফ ডু প্লেসিস (রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু)
৬.৭৫ কোটি রুপিতে কুইন্টন ডি কক (লখনৌ সুপার জায়ান্টস)
৬.২৫ কোটি রুপিতে ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস)
৬ কোটি ২৫ লাখ রুপিতে মোহাম্মদ শামি (গুজরাট টাইটান্স)
৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিন (রাজস্থান রয়্যালস)


 

Link copied!