• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

শ্রীলঙ্কা সফরের জন্য জুনিয়র টাইগারদের স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৬:৫৫ পিএম
শ্রীলঙ্কা সফরের জন্য জুনিয়র টাইগারদের স্কোয়াড ঘোষণা

কয়েকদিন আগেই ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এবার জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগার যুবারা। শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 

এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা যাবে জুনিয়র টাইগাররা। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে এ সিরিজ। দলে চারজনকে রাখা হয়েছে স্ট্যাডবাই হিসেবে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ 

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই
মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি

সফর সূচি
১ম ওয়ানডে- ১৫ অক্টোবর
২য় ওয়ানডে- ১৮ অক্টোবর
৩য় ওয়ানডে- ২০ অক্টোবর
৪র্থ ওয়ানডে- ২৩ অক্টোবর
৫ম ওয়ানডে- ২৫ অক্টোবর।

Link copied!