• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লজ্জার রেকর্ড গড়লেন কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৬:৪৮ পিএম
লজ্জার রেকর্ড গড়লেন কোহলি

ব্যাট হাতে নামলেই রানের ফোয়ারা ফুটে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে কোহলির। হতাশার বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন না প্রথম টেস্টে। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লজ্জার রেকর্ড করলেন বিরাট। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার রানের খাতা খোলার আগেই আউট হলেন তিনি।

ভারতের বর্তমান টেস্ট অধিনায়কের ১০ শূণ্যের মধ্যে ৬টি হয়েছে দেশের মাটিতে। ভারতের আর কোনো অধিনায়কের টেস্টে এতবার শূন্য রানে আউট হওয়ার ইতিহাস নেই। অ্যাজাজ প্যাটেলের বলে আউট হওয়ার মাধ্যমে তাই লজ্জার এই রেকর্ডটি হয়ে গেল কোহলির নামে। 

কোহলীর আগে এই রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির দখলে। টেস্ট ক্রিকেটে তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছিলেন। এই পাঁচ বারই হয়েছিলেন দেশের মাটিতে। তাকেই টপকে আজ গেলেন কোহলী। এছাড়া অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব।

ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিনের ৩০তম ওভারে অ্যাজাজ প্যাটেলের বলে কোহলীকে আউট দেন আম্পায়ার অনিল চৌধুরী। সঙ্গে সঙ্গে রিভিউ নেন কোহলী। তার ধারণা ছিল বল আগে ব্যাটে লেগে তার পরে প্যাডে লেগেছে। কিন্তু রিভিউতে দেখা যায় প্রায় একই সঙ্গে বল ব্যাটে ও প্যাডে লেগেছে। থার্ড আম্পায়ার নিশ্চিত না হওয়ায় মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। আউট দেওয়ায় মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কোহলি।

প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করেছে ভারত। দিনশেষে ১২০ রানে অপরাজিত আছেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া ২৫* রানে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!