• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যেকোন মূল্যে অস্ট্রেলিয়ান ওপেন চাই জোকোভিচের, কিন্তু কেন?


দেওয়ান জামিলুর রহমান
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১১:৪১ এএম
যেকোন মূল্যে অস্ট্রেলিয়ান ওপেন চাই জোকোভিচের, কিন্তু কেন?

টেনিস কোর্ট ছেড়ে গত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে সংবাদের শিরোনামে ঘোরাফেরা করছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের নাম। কারণ অস্ট্রেলিয়ান ওপেন খেলার প্রস্তুতি সারতে যখন তার থাকার কথা মেলবোর্ন পার্কে, তখন তাকে আটকে রাখা হয়েছে শহরতলীর এক জীর্ণ হোটেলের কক্ষে।

গত বুধবার বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়কে বিমানবন্দরে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া প্রবেশে বাধা দেয় সীমান্তরক্ষীরা। এরপর তাকে স্থানীয় একটি হোটেলে আইসোলেশনে পাঠানো হয়।

সার্বিয়ান টেনিস তারকার গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার করোনাবিধি। আর তাই উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

বিবিসি জানায়, টিকা না নেওয়ায় জোকোভিচের ভিসা বাতিল করে দেওয়ায় অস্ট্রেলিয়ার সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন তিনি। মেলবোর্ন থেকেই অনলাইনে আদালতের শুনানিতে অংশ নিচ্ছেন জোকোভিচ। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন খেলতে কেন এত মরিয়া এই সার্বিয়ান তারকা?

কারণ, মেলবোর্ন গ্র্যান্ড স্লামের শেষ তিন সংস্করণসহ ক্যারিয়ারে রেকর্ড নয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এই শীর্ষ তারকা। এছাড়াও জোকোভিচ, রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার - এই তিন জন তারকাই টেনিসে সর্বমোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। পুরুষ খেলোয়াড়দের মধ্যে এটিই সর্বকালের সর্বোচ্চ শিরোপার রেকর্ড।

অনেক সাক্ষাৎকারেই দুই প্রতিদ্বন্দ্বী নাদাল ও ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার কথা বলেছেন জোকোভিচ। সর্বকালের সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় হওয়ার ইচ্ছার তার।

গত বছর ইউএস ওপেনে ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ হারান এই তারকা। ফাইনালে ড্যানিল মেদভেদেভের কাছে পরাজিত হন তিনি।

তবে মেলবোর্ন সবসময়ই জোকোভিচের জন্য সম্ভাবনাময়। কেননা এই কোর্টেই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম অর্জন হয়েছে তার।

১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে বিশ্ব টেনিসের অন্যতম বড় আসর অস্ট্রেলিয়ান ওপেন। এই প্রতিযোগিতার ৯ বারের গ্র্যান্ড স্লামের বিজয়ী জোকোভিচ এবার খেলতে চান ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ও ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে।

সেকারণেই অস্ট্রেলিয়ান ওপেনের আগে করোনাবিধি উপেক্ষা করার মমলা জিততে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

Link copied!