ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে টানা দুই জয় পেল টাইগার নারীরা। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগার নারীরা দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী দলকে উড়িয়ে দিয়েছে। তাদের মাত্র ৫৩ রানে অল আউট করে ২৭০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ নারী দল।
এদিন প্রথমে ব্যাট করে শারমিন আক্তারের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ৩২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। দলগতভাবে এটিই সর্বোচ্চ রান টাইগ্রেসদের। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ২১১।
এদিকে দলগত সর্বোচ্চ রানের দিনে অপরাজিত থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) সেঞ্চুরি করেন বাংলাদেশী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। ওপেনিংয়ে নেমে মুরশিদা ৪৭ রানে সাজঘরে ফিরলেও ওপর প্রান্ত আগলে রেখে সুপ্তা খেলেন ১৮১ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও ফারজানা হক করেন ৬৭।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার নারীদের বোলিং তুপে মাত্র ৫৩ রানেই অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র নারীরা। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন সালমা, রুমানা ও ফাহিমা।