• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

গভীর রাতে আগুনে পুড়ল ১৯ দোকান


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৩৯ এএম
গভীর রাতে আগুনে পুড়ল ১৯ দোকান
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৯ দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। 

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদিদোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসব ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা।
এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!