• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

কলেজছাত্রী লাইজুর মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১১:৪৭ এএম
কলেজছাত্রী লাইজুর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসা থেকে তানিশা আক্তার লাইজু (২১) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন লাইজু। 

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে তানিশা তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন। 

তানিশার বাবা মুজিবুর রহমান বলেন, ‘আমার মেয়েকে ফয়সাল আহমেদ নামে এক সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পরও আমার মেয়ে তেজগাঁও মহিলা কলেজে অনার্সে লেখাপড়া করত। গতরাতে পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ কর দেয় তানিশা। পরে খিলগাঁও থানা-পুলিশের সহযোগিতায় অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।’

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি তানিশা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Link copied!