• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাচ হেরে যা বললেন মুমিনুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৮:২৫ পিএম
ম্যাচ হেরে যা বললেন মুমিনুল

একের পর এক হারের তেতো স্বাদ পেয়েই যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। তবে বাংলাদেশ অধিনায়কের মতে হারের বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে তারা। এমনকি আকুতি জানালেন ধৈর্য ধরার আর নতুনদের গুছিয়ে ওঠার জন্য সময় দরকার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথাই জানান মুমিনুল হক।

ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা জাতীয় দলে কেন ব্যর্থ হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘ব্যর্থ ও রকম কেউ নেই। আসলে কার কথা বলছেন বুঝতে পারছি না। আন্তর্জাতিক ক্রিকেট তো সহজ না। আমাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পার্থক্য।’

নতুনদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরতে বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বলেন, ‘যারা আছে তাদের একটু সময় দিতে হবে। একটু ধৈর্য ধরুন আপনারা, প্লিজ। যারা নতুন এসেছে তাদের সাপোর্ট করুন। একটু সময় দিতে হবে। আমরা সবাই-ই জানি, আন্তর্জাতিক ক্রিকেট কঠিন।’

নিজের রানআউট নিয়ে কথা বলতে গিয়ে মুমিনুল বলেন, ‘আমার রানআউটটা সিলি মিস্টেক। তাড়াহুড়া করে রান নেওয়া আমার উচিত হয়নি। আমার আউটটা খুব বাজে ছিল। এমন সময়ে এসব রান না নেওয়াই ভালো।’ 

এই বিষয়ে তিনি আরও বলেন, ‘যে ফরম্যাটেই খেলুন না কেন, রান গুরুত্বপূর্ণ। শুধু ড্রয়ের জন্য খেলা বা রক্ষণাত্মক খেলা কঠিন। রান তো নিতে হবে। মাঝেমধ্যে হয়তো ভুল-বোঝাবুঝি হয়। মুশফিক ভাইয়ের আউটটা দুর্ভাগ্যজনক ছিল। ব্যাটটা একটু নিচে থাকলে বেঁচে যেতে পারত। তবে সবাই কিন্তু মারতে গিয়ে আউট হয়নি। মুশফিক ভাই, লিটনকে আমি সমর্থন করব। (বাংলাদেশের প্রথম ইনিংসে) তখন বল অনেক ঘুরছিল। মুশফিক ভাই স্কয়ার দ্য উইকেটে মেরেছিলেন, দুর্ভাগ্যবশত কানেক্ট হয়নি। লিটন ডাউন দ্য উইকেটে যেটা মেরেছিল, বলটা দুর্ভাগ্যবশত সোজাসুজি গেছে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে আজ রাতে বাংলাদেশ ছাড়বে টাইগাররা। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!