• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোহালিতে ব্যাটিং বিপর্যয়, ফলো অনে শ্রীলঙ্কা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ১২:৫১ পিএম
মোহালিতে ব্যাটিং বিপর্যয়, ফলো অনে শ্রীলঙ্কা

মোহালিতে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসে ১০ রানে ১ উইকেট হারিয়ে তৃতীয় দিনে ব্যাট করছে তারা।

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৭৪ রান। ৮ উইকেট হারিয়ে ভারত ইনিংস ঘোষণা করে। রবীন্দ্র জাদেজা অপরাজিত ১৭৫* রান করেন। এছাড়া ইনিংসে আরও তিনটি অর্ধশতকের দেখা পায় তারা। ঋশভ পান্ত মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন ৬১ ও হনুমা বিহারি করেন ৫৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে জাদেজার ঘূর্ণিতে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জাদেজা মাত্র ৪১ রানে তুলে নেন লঙ্কান পাঁচ ব্যাটারকে। শ্রীলঙ্কার পক্ষে পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৬১* রানে অপরাজিত ছিলেন। বাকি ব্যাটাররা কেবল ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লঙ্কান চার ব্যাটারই মাঠ ছাড়েন ব্যক্তিগত শূন্য রানে।

ফলো অনে পড়ে শ্রীলঙ্কা আবার ব্যাট করতে নেমেছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই আবার ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা উঁকি দিচ্ছে লঙ্কান ইনিংসে। দলের মাত্র ১০ রানেই ওপেনার লাহিরু থিরিমানেকে শূন্য রানে আউট করেন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতির পর আবার মাঠে নামবে দুদল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!