• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মোহামেডানের জার্সিতে হাফিজ, কালই নামছেন মাঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৮:১৩ পিএম
মোহামেডানের জার্সিতে হাফিজ, কালই নামছেন মাঠে
ছবি সংগৃহীত

আগেই জানা গিয়েছিল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এই লিগে পুরো মৌসুম খেলতে মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় এলেন তিনি। সাদাকালো শিবিরের হয়ে আগামীকাল বুধবার (১৬ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে খেলবেন পাকিস্তানি অভিজ্ঞ এই ক্রিকেটার।

মোহামেডান দলের ক্রিকেট সম্পাদক সেলিম শাহেদ জানিয়েছেন, "মঙ্গলবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাফিজ। কাল বুধবার মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি।"

বাংলাদেশে পা রেখেই কর্মব্যস্ত একটি বিকেল কাটিয়েছেন হাফিজ। মোহামেডানের হয়ে খেলতে কমিশনে রেজিস্ট্রেশন, ক্লাবের চুক্তিতে স্বাক্ষর এবং সর্বশেষ ক্লাবের জার্সি পরে ফটো সেশনেও অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ক্লাবটির ক্রিকেটের অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক মাহবুব আনামও।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মোহামেডানের তারকা ৬ ক্রিকেটার (সাকিব আল হাসান, মুশফিুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী) এখন জোহার্নেসবার্গে অবস্থান করছে।

তাদের ঘাটতি পোষাতেই মোহামেডান হাফিজের মত অভিজ্ঞ ও পরিণত অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। হাফিজের সাথে পুরো লিগই চুক্তি করেছে দলটি।

তার মানে প্রথম লিগ শেষে সাদা-কালোরা সুপার লিগে উঠলেও হাফিজকে মোহামেডানে খেলতে দেখা যাবে। দেখা যাক, মোহামেডানের দীর্ঘ দিনের শিরোপা খরা কাটানোর মিশনে বড় অবদান রাখতে পারেন কিনা। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!