• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মোহামেডানকে একাই ধসিয়ে দিলেন আশরাফুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০২:৪৩ পিএম
মোহামেডানকে একাই ধসিয়ে দিলেন আশরাফুল
ছবি সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বল হাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেছেন স্পিনার মোহাম্মদ আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের হয়ে একাই মোহামেডানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। 

মঙ্গলবার (২২ মার্চ) সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। শুরুতে ভাল সূচনা এনেছিলেন মোহামেডানের ব্যাটাররা। কিন্তু আশরাফুল ১৮তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারের শেষ বলেই তুলে নেন পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ হাফিজের উইকেট। আগের দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ভালো শুরু করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। কিন্তু এদিন ২৮ রান করার পর আশরাফুলের ঘূর্ণি জাদুতে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এরপর মোহামেডানের হয়ে সর্বোচ্চ রান করা রনি তালুকদারকে (৫৮) ক্লিন বোল্ড করেন আশরাফুল। নিজের তৃতীয় শিকারে সোহরাওয়ার্দী শুভকে ১৬ রানে সাদিকুরের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখন বাংলাদেশের প্রথম পোস্টারবয়। পরের ওভারেই মোহামেডানের অধিনায়ক শুভাগত হোমকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন। এরপর ৩৬তম ওভারে ইয়াসির আলী মিশুকে ফিরিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ৫ উইকেট শিকারের উল্লাসে মাতেন তিনি। 

বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুলের বোলিং তোপে এলোমেলো মোহামেডান শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট হয়ে যায়। বল হাতে আশরাফুল এদিন ১০ ওভারে ২ মেডেনে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন ।

এর আগে আশরাফুলের বেস্ট ফিগার ছিল ২৮ রানে ৪ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬৯ ম্যাচে ৩১.৬৪ গড়ে এবং ৫.১৪ ইকোনমিতে ৭০টি উইকেট শিকার করেছেন অ্যাশ। এছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতেও ৪০ ইনিংসে বল করে তার ঝুলিতে ১৮টি উইকেট রয়েছে, যার মধ্যে ২০০২ সালে ২৬ রানে সর্বোচ্চ তিন উইকেট পান নিউজিল্যান্ডের বিপক্ষে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!