• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

মোহনবাগানের জয়ে স্বপ্ন পুড়ল কিংসের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২২, ১১:০২ এএম
মোহনবাগানের জয়ে স্বপ্ন পুড়ল কিংসের
ছবি সংগৃহীত

এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের ক্লাব গোকুলাম কেরালাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল বসুন্ধরা কিংস।

সেমির টিকিট পেতে তাই সমীকরণ হয়ে দাঁড়ায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ভারতের আরেক ক্লাব মোহনবাগানের হার। কিন্তু মোহনবাগানের জয়ে সেই স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটির।

মঙ্গলবার (২৪ মে) রাতে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপের শেষ ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে  মোহনবাগান। এই জয়ে কিংসকে ছাড়িয়ে দলটি চলে গেছে প্রতিযোগিতার আঞ্চলিক সেমিফাইনালে।

‘‌‍‍ডি‍‍’ গ্রুপের ম্যাচে মোহনবাগান ও বসুন্ধরা কিংসের দুই জয়ে পয়েন্ট ৬ করে। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেড লড়াইয়ে মোহনবাগান জিতেছিল বলে তারাই পেলো পরের রাউন্ডের টিকিট। আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায় বসুন্ধরা কিংসের।

Link copied!