• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেসির সমালোচনা, ভক্তকে সমর্থন রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৭:৫৫ পিএম
মেসির সমালোচনা, ভক্তকে সমর্থন রোনালদোর

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে সপ্তমবার ব্যালন ডি'অর জিতেছেন মেসি। ব্যালন ডি'অর জয়ের ৪৮ ঘণ্টা না পেরুতেই রোনালদো ভক্তরা মেসিকে নিয়ে শুরু করেছে কটাক্ষ। এমনকি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোও যোগ দিয়েছেন এই দলে। এবারের ব্যালন ডি'অর নাকি রোনালদোর প্রাপ্য ছিল, এজন্য বিভিন্ন যুক্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন রোনালদো ভক্ত। ভক্তের সে পোস্টে সমর্থন দিয়েছেন সিআর-৭। 

এবারের ব্যালন ডি'অর যে মেসি জিততে যাচ্ছেন সে গুঞ্জন বেশ জোরেশুরেই শোনা যাচ্ছিল। গুঞ্জনকে সত্যি করে সপ্তমবারের মতো ঠিকই এই পুরষ্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপরই শুরু হয়ে যায় রোনালদো ভক্তদের ক্ষোভ। রোনাদলোও চাননি যে মেসির হাতে উঠুক এই পুরষ্কার। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বীর হাতে সেরার পুরস্কার উঠবে এমন দৃশ্য দেখতে হবে, এজন্য প্যারিসেই আসেননি রোনালদো।

        রোনালদোকে নিয়ে করা ভক্তের সে পোস্টে লাইক দেন খোদ রোনালদো 

 

মেসির হাতে ব্যালন ডি'অর উঠা নাকি ঠিক হয়নি এমন মন্তব্য করেছেন রোনালদোর সাবেক সতীর্থ টনি ক্রুস। নিজের অফিসিয়াল পডকাস্টে জার্মান মিডফিল্ডার দাবি করেন, ‘এটা একদমই ঠিক হয়নি। মেসি ও ক্রিশ্চিয়ানো যে বিগত দশকের সেরা খেলোয়াড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই বছর বাকিরা ওদের আগে থাকার যোগ্য ছিল। আমার মতে যদি ব্যক্তিগতভাবে গত মৌসুমের হিসেবে কাউকে সেরা ফুটবলার পুরস্কার দিতেই হয়, তাহলে সেটা করিমের (বেঞ্জেমা) পাওয়া উচিত ছিল। আমি ওর মতো একজন ফুটবলারকে প্রতিদিন খুব কাছ থেকে দেখি।’

এ বছরের তালিকায় মেসির আগে রোনাদলোর থাকা উচিত ছিল বলেও মনে করেন ক্রুস। ‘আমি যদি সাম্প্রতিক সময়ের রেকর্ড দেখি, তাহলে দেখা যাবে ক্রিশ্চিয়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ গোল করেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাদলোর জন্যই এখনও চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে। আমার মতে এবারের ব্যালন ডি'অর ক্রিশ্চিয়ানোর জেতা উচিত ছিল।’

Link copied!