• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মুশফিকের ইনজুরিতে ডাক পড়েছে সোহানের


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১০:০৯ এএম
মুশফিকের ইনজুরিতে ডাক পড়েছে সোহানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো চমক দেখাতে পারেননি নুরুল হাসান সোহান। দলে তেমন অবদান ছিল না তার। ফলে আফগানিস্তান সিরিজে তাকে রাখা হয়েছিল দলের বাইরে। এবার উইকেটকিপার মুশফিকুর রহিমের চোটের কারণে ডাক পড়ল সোহানের।

বুধবার (২ মার্চ) রাতে বিসিবির পক্ষ থেকে সোহানকে অন্তর্ভুক্তির বিষয়টি ঘোষণা করা হয়। তাকে দলে নেওয়ার বিষয়টি ব্যাখ্যা না করলেও মুশফিককে দলে পাওয়া নিয়ে শঙ্কার কারণে মূলত ডাকা হয়েছে তাকে।

আজ মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে মিরপুরে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিক। সেখানেই ডান হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। বড় কোনো সমস্যা ধরা না পড়লেও চোটের জায়গায় ব্যথা আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!