• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মিরাজের ‍ঘূর্ণিতে ডি ককের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৫:৪৮ পিএম
মিরাজের ‍ঘূর্ণিতে ডি ককের বিদায়
ছবি সংগৃহীত

শুরুটা টি-টোয়েন্টির বেগে করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক। সপ্তম ওভারেই দলের সংগ্রহ পঞ্চাশের কাছাকাছি চলে গিয়েছিল। বাংলাদেশি স্পিনার মিরাজের বল তুলে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারেননি ডি কক, লং-অফে সহজ ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। সপ্তম ওভারে প্রথম ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ, ৪৬ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৭ রান। ডি কক ৮ বলে ১২ রান করে ফিরে যান। দুই অপরাজিত ব্যাটার জানেমান মালান ৩৬ রান ও কাইল ভেরেইন ২ রানে ব্যাট করছেন। 

সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে অধিনায়ক তামিম ইকবাল সেরা কিছুরই আশা করছেন। প্রথম ওয়ানডেতে এই মাঠেই ৩৮ রানের জয় পেয়েছিল টাইগাররা। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),  লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাইল ভেরেইন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রিশি ভ্যানডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

Link copied!