• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের ওয়ানডে অধিনায়ক হলেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৮:৪১ পিএম
ভারতের ওয়ানডে অধিনায়ক হলেন রোহিত

অবশেষে জল্পনাই সত্যি হল। ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। কোহলির জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এক টুইটে এ খবর জানিয়েছে বিসিসিআই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে ম্যাচে রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত। এছাড়া এই সফরে টেস্ট দলেরও সহঅধিনায়কও হয়েছেন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ওয়ানডেতেও দায়িত্ব ছাড়বেন তিনি। এবার গুঞ্জনকে সত্য করে ওয়ানডের দায়িত্বও ছাড়লেন তিনি। 

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সফল ভাবে এত বছর নেতৃত্ব দিয়ে এসেছেন রোহিত। পাঁচটি ট্রফিও জিতেছেন। সেখানে কোহলি নিজের দলকে এক বারও আইপিএল জেতাতে পারেননি। সাম্প্রতিক কালে সীমিত ওভারেও তার অধীনে ভারতের পারফরম্যান্স আহামরি ছিল না। ফলে রোহিতকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছিল। বুধবার (৮ ডিসেম্বর) বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হয়েছে। 

এক সূত্র থেকে জানা গেছে, নির্বাচকদের পক্ষ থেকে রোহিত এবং কোহলি, দুইজনের সঙ্গেই আলাদা করে কথা বলা হয়েছে। নতুন নেতা হিসেবে রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চাইছেন, সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

Link copied!