• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৭:৪৯ পিএম
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিজয়ের মাসে আরও একটি জয়। দেশের ফুটবলে যুক্ত হলো আরও একটি ট্রফি। ফাইনালে ভারতকে হারিয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স হলো বাংলাদেশ। ম্যাচের ৮০ মিনিটে আনাই মুগিনির করা একমাত্র গোলে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

শ্রীলঙ্কাকে এক ডজন গোল দিয়ে সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ নারী দল। ফাইনালেও জয়ের ধারা বজায় রেখে ইতিহাস রচনা করল বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টে এতটাই ধারাবাহিক ছিল বাংলাদেশ যে কোনো গোলই হজম করেনি তহুরারা। 

গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোলের গেরু খাতা খোলেন আনাই মুগিনি। এই গোলের পেছনে কারিগর ছিলেন শাহেদা আক্তার রীপা। রীপার ব্যাকহিল থেকে দূর পাল্লার শটে গোল করেন মুগিনি। 

পুরো ম্যাচে নিজেদের আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। তবুও একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। গোলের এ ডেডলক ভাঙ্গে ম্যাচের ৮০ মিনিটে। 

ভারতের বিপক্ষে এ ফাইনালে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। গোলের পর পরই উল্লাচে ফেটে উঠে কমলাপুর স্টেডিয়াম। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!