• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৮:৩৬ পিএম
বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব
ফাইল ছবি

বাংলাদেশ এখন দক্ষিণ আফ্রিকায়, খেলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ বুধবার (২৩ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে খেলছে টাইগাররা।

দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও দলের সাথে আছেন। খেলছেন তৃতীয় ম্যাচও। এদিকে, দেশে সাকিবের পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। সাকিবের মা, তিন সন্তান ও শাশুড়ির শারীরিক অসুস্থতার সংবাদে তৃতীয় ম্যাচের আগেই দেশে ফিরে আসার কথা ছিল সাকিবের।

তবে শেষ মুহূর্তে নিজেই সিদ্ধান্ত বদলে তৃতীয় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন সাকিব। অবশ্য দেশে থাকা তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হচ্ছিল। তবে আজ তৃতীয় ম্যাচ শেষে কালই দেশের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন এই তারকা। থাকবেন পরিবারের পাশে। ইতিমধ্যে দেশে ফেরার টিকেটও কনফার্ম করেছেন তিনি।

আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট। প্রথম টেস্টে সাকিব খেলবেন না- একপ্রকার নিশ্চিত। তবে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা ভালো হলে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দলের সাথে যোগ দেবার কথা রয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের।

Link copied!