• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপের পর অবসর নেবেন মেসি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০১:৪৮ এএম
বিশ্বকাপের পর অবসর নেবেন মেসি?

আর্জেন্টিনা আছে আগুন ফর্মে। ২০১৯ সালের পর থেকে টানা ৩০ ম্যাচে অপরাজিত তারা। দলের খেলোয়াড়রা লিওনেল মেসির নেতৃত্বে নিজেদের উজার করে দিচ্ছেন। তবে যার নেতৃত্বে দলের এমন ছন্দময় পদচারণা, দলের সেই সেরা তারকার আভাস মিলেছে অবসরের।

শুক্রবার রাতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি। দলের জয়সূচক গোলটি আসে মেসির পা থেকে। দুই ম্যাচ বিরতির পর মাঠে ফিরে গোল পেয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া মেসি৷ তবে আনন্দের উদযাপনের মধ্যে নিজেই আভাস দিলেন বিষাদের। কাতার বিশ্বকাপের পর হয়তো অবসরের কথা ভাবছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল তারকা।

ম্যাচের পর গণমাধ্যমকে মেসি বলেন, “বিশ্বকাপের পর কী হবে, আমি জানি না। কাতার বিশ্বকাপের পর অনেক কিছু নিয়েই আমাকে ভাবতে হবে। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবো কী না, আমি জানি না। এই মুহূর্তে আমার ভাবনায় সামনের ম্যাচগুলো। তবে এটা ঠিক, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!