• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৫:২২ পিএম
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে টাইগাররা
ফাইল ছবি

ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান সিরিজের পর আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে গিয়ে টেস্ট দলের ক্রিকেটাররা আলাদা কন্ডিশনিং ক্যাম্প করবে। একইভাবে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও সেখানে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৬ মার্চ) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল।

জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে।’

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের ক্যাম্পের প্রসঙ্গে জালাল বলেন, ‘গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্তুতি নেবে টেস্ট দল। আমি মনে করি প্লেয়ারদের এটা খুব কাজে দেবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্তুতির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’

প্রোটিয়াদের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ দল। এজন্য দক্ষিণ আফ্রিকাগামী বিমানে ওঠার আগে দেশেও একটি ক্যাম্প করছেন মুমিনুল হকরা। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ টাইগার্স দলের কন্ডিশনিং ক্যাম্প। 

জালাল বললেন, ‘খেলোয়াড়রা (টেস্ট দল) অবসরে ছিল না, তাদের আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি খুব ভালো। দক্ষিণ আফ্রিকায় দল দুই ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে।’

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ টুর্নামেন্টটি ৭ টি আলাদা আলাদা ভেন্যুতে মোট ৪৫ ম্যাচের মেগা ইভেন্ট শেষ হবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ১৩ নভেম্বর। ভেন্যুগুলো হল- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলোগ, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি৷

খেলা বিভাগের আরো খবর

Link copied!