• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপগামী নারী ক্রিকেট দলে করোনার ছোবল


মাসুম আব্দুল্লাহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০১:০৯ পিএম
বিশ্বকাপগামী নারী ক্রিকেট দলে করোনার ছোবল
ফাইল ছবি

নারী ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই মেগা ইভেন্টে অংশ নিতে আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এত সব খুশির মধ্যেই এলো দুঃসংবাদ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারী দলের ৩ সদস্য।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরুর আগে করা করোনা পরীক্ষায় টাইগার নারী দলের তিনজনের দেহে মিলেছে করোনার উপস্থিতি। এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার, একজন ট্রেইনার ও একজন কোচিং স্টাফ।

করোনায় আক্রান্ত এই তিনজন আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনেই আইসোলেশনে থাকবেন। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন।

তাদের ছাড়াই আজ দুপুর ১টা ২০ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করার কথা রয়েছে নারী দলের। সেখানে গিয়ে ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ দল। দেশ থেকে মাত্র ৫ দিনের ক্যাম্প করে নিজেদের ওয়ানডে প্রস্তুতি সেরেছে তারা।

আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

ট্রাভেলিং রিজার্ভ : সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

Link copied!