• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিবাদ মেটাতে কুস্তিতে নামলেন ব্রাজিলের দুই রাজনীতিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:৫১ পিএম
বিবাদ মেটাতে কুস্তিতে নামলেন ব্রাজিলের দুই রাজনীতিক

ওয়াটার পার্ক প্রজেক্ট নিয়ে আলোচনার জন্ম দিয়েছে দুই ব্রাজিলীয় রাজনীতিক। প্রজেক্ট কার দখলে যাবে তা নিয়ে বিবাদের পর একে অন্যকে কুস্তি খেলার চ্যালেঞ্জ করেন। শর্ত ছিল, যে জিতবে তার হাতেই থাকবে প্রজেক্টের দায়িত্ব। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে ৪৫ বছর বয়সী সাবেক কাউন্সিলর এরিনিউ দা সিলভা ৩৯ বছর বয়সী সিমাও পেইক্সোটোর বিরুদ্ধে কুস্তিতে লড়ার কথা জনসমুক্ষে ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা মতো কাজটাও করেছেন তারা। 

বোরবার মাদেইরা নদীর তীরে গড়ে তোলা ওয়াটারপার্ক সংরক্ষণে ব্যর্থ সাবেক কাউন্সিলর, এমন অভিযোগ বর্তমান কাউন্সিলরের।  চোর বলেও তাকে কটাক্ষ করেন তিনি। এর পরই দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। এক পর্যায়ে সাবেক কাউন্সির বর্তমান কাউন্সিরকে কুস্তি যুদ্ধের আহ্ববান জানায়। 

বর্তমান কাউন্সিলর পেইক্সোটো এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। ভাইস এর প্রতিবেদন অনুসারে পেইক্সোটো বলেছিলেন যে, তিনি শুধু একটি ম্যাচে লড়াই করবেন। কারণ হিসেবে বলেছিলেন, 'আমি স্ট্রিট ফাইটার নই......... আমি এই পৌরসভার মেয়র'।

যদিও ফেসবুক স্ট্যাটাসে বর্তমান কাউন্সিলর লিখেন, 'যদি প্রতিযোগিতায় নামতে চান...... আমিও প্রস্তুত আছি...... আশা করি আমিই জিতবো।' 

অবশেষে বুরবার এক স্থানীয় স্কুলের জিমনেশিয়ামে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে মুখোমুখি হন দুই মেয়র। রোববার (২৫ ডিসেম্বর) এই ম্যাচটি দেখার সুযোগ পেয়েছেন বিশ্বব্যাপী। ৪০ মিনিট ধরে চলা এই ম্যাচটি মেয়রের ফেসবুক একাউন্ট থেকে সরাসরি দেখানো হয়।

ভাইস এর মতে, প্রতিযোগিতাটি টিকে থাকে মাত্র ১৩ মিনিট। যেখানে নিজেকে সেরা প্রমাণের জন্য সবকিছুই করেন এই দুই জন। যদিও সাবেক মেয়রকে হারিয়ে সেরা হয়েছেন বর্তমান মেয়র। তবে খেলার শেষে দুই জনের মধ্যেই দেখা গেছে খেলোয়াড়সুলভ আচরণ।

Link copied!