• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএলের বায়োবাবল ভেঙে বিজ্ঞাপনে সাকিব


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১১:০৬ এএম
বিপিএলের বায়োবাবল ভেঙে বিজ্ঞাপনে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ (১৮ ফেব্রুয়ারি)। ফাইনালের আগের দিন বৃহস্পতিবার সকালে শেষবারের মতো অনুশীলন করে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলন শেষে দুই দলের অধিনায়কের ফটোসেশন করার কথা থাকলেও উপস্থিত ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে উপস্থিত হন বরিশালের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

সাকিবের এই অনুপস্থিতির কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি সোহান, এমনকি কোচ সুজন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, বিজ্ঞাপনের সেটে ব্যস্ত ছিলেন বাংলাদেশের পোস্টার বয়।

স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের কাজে নুসরাত ফারিয়ার সঙ্গে অংশ নেন সাকিব। এ ঘটনার মাধ্যমে বিপিএলের বায়োবাবল ভাঙলেন তিনি। যদিও এ ঘটনার কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসকরা। তবে ঘটনা সত্যি হলে ফাইনাল ম্যাচের আগে সাকিবকে কোভিড-১৯ টেস্টের নেগেটিভ ফলাফল নিয়ে আসতে হবে বলে নিশ্চিত করেছেন তারা।

Link copied!