• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চ্যাম্পিয়ন কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৭:৫৬ পিএম
চ্যাম্পিয়ন কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ফাইল ছবি

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) ফাইনালে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তুহিন তরফদারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

গত আসরেও কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও তাদেরকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিযোগিতার গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে ওঠে আবারও কেনিয়ার মুখোমুখি হয়। তাদের পরপর দুই ফাইনালেই হারিয়ে বাংলাদেশের ছেলেরা শিরোপা নিজেদের ঘরেই রেখে দিয়েছে।  

উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সহ আটটি দেশের অংশগ্রহনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!