• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু কাপ কাবাডির শিরোপা জিতল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৬:৩৫ পিএম
বঙ্গবন্ধু কাপ কাবাডির শিরোপা জিতল বাংলাদেশ
ছবি সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারদিকে। গতকাল দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়াম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শিরোপা জিতলো বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) ফাইনালে কেনিয়ার বিপক্ষে দুইটি লোনাসহ ৩৪-৩১ পয়েন্টের জয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে তুহিন তরফদার ও তার দল। 

গত আসরেও কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এর ফলে লাল-সবুজের প্রতিনিধিরা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গ্রুপ পর্বে তারা শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে ওঠে আবারও কেনিয়ার মুখোমুখি হয়েছিল এবং তাদের পরপর দুই ফাইনালেই হারিয়ে দিল বাংলাদেশের ছেলেরা।  

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গে সমানে সমান লড়াই করছিল কেনিয়ার খেলোয়াড়রা। তবুও প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্ট এগিয়ে যায় স্বাগতিকরা। এর মধ্যে একটি লোনাও ছিল।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হলেও সমানে সমান লড়াই করার পরেও প্রথমার্ধের পয়েন্টে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশি শিবির। খেলা শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম জুড়ে উল্লাস শুরু হয়। খেলোয়াড়রা একে অন্যকে জড়িয়ে ধরে, বাংলাদেশের পতাকা নিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করে নিজেদের জয়কে উৎসর্গ করতে থাকেন। গ্যালারিতে থাকা দর্শকরাও চ্যাম্পিয়ন দলকে বাহবা দিতে থাকেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!