• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রথম ১০ ওভার রাবাদাদের ওপর প্রভাব রাখতে চান তামিম


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১০:৩৪ এএম
প্রথম ১০ ওভার রাবাদাদের ওপর প্রভাব রাখতে চান তামিম

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে প্রোটিয়া বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সিরিজে দুদল ১-১ সমতায় আছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় পেতে বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন দিকেই চমৎকার পারফর্ম করতে হবে টাইগারদের। বিশেষ করে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের বোলিং তোপের বিপরীতে স্কোরবোর্ডে ভালো রান তোলা ছাড়া জয় সম্ভব না। 

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াডে রেখেছে পূর্ণ শক্তির দল। এই দল কয়েকদিন আগেই ভারতকে ৩-০ ব্যবধানে বধ করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে ভালো রান করতে প্রথম দশ ওভার ভালো ব্যাটিং এবং উইকেট ধরে রাখার কথা বলেছেন দলের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, “যদি আমরা প্রথম দশ ওভার ভালোভাবে রান তুলতে পারি এবং যদি আমরা তাদের খুব বেশি উইকেট নেওয়ার সুযোগ না দিই, তবে পরের ওভারগুলো সাবলীল খেলতে পারব, রানও আসবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!