চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনটা রাজত্ব করল পাকিস্তান। তাদের বোলাররা ধসিয়ে দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। ফলে মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, রান করেছে ৬৯। অপরাজিত আছেন লিটন দাস (১১) ও মুশফিকুর রহিম (৫*)।
এর আগে দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন শাহীন আফ্রিদি। তার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১৪)। অন্য ওপেনার শাদমান ইসলামও আউট হন ব্যক্তিগত ১৪ রানে। তিনি পড়েন হাসান আলীর এলবিডাব্লুর ফাঁদে।
বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হককে (৬) ফেরান সাজিদ খান। তার বলে মোহাম্মদ রেজওয়ানের গ্লাভসে বল জমা দেন মোমিনুল। তার কিছুক্ষণ পরই অধিনায়কের পথ ধরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ১৪ রানে ফাহীম আশরাফের বল মারতে গিয়ে পয়েন্টে সাজিদ খানের তালুবন্দি হন শান্ত।
এরপর জুটি গড়েন মুশফিক ও লিটন। দুইজনই দলের চাপ সামলাতে রয়েসয়ে খেলছেন। লাঞ্চের আগপর্যন্ত আর দলের কোনো বিপদ হতে দেননি তারা।