• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৬

চাল সবজি মুরগি সবই চড়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:০৯ পিএম
চাল সবজি মুরগি সবই চড়া
ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারগুলোয় এখনো চালের দাম বাড়তি। সব ধরনের চাল কেজিতে বেড়েছে ২ থেকে ৬ টাকা পর্যন্ত। সবজির বাজারেও স্বস্তি নেই। শুক্রবার (৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীতে মানভেদে মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। ঈদের আগে এই চালের দাম ছিল ৭৫ থেকে ৭৮ টাকা। এ ছাড়া কেজিতে ৬ টাকা বেড়ে সরু নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৮ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল স্বর্ণার দাম রাখা হচ্ছে ৫৬ থেকে ৫৭ টাকা।

এদিকে বাজারে মুরগি দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রতি কেজি সোনালি মুরগির ৩১০ থেকে ৩২০ এবং ব্রয়লার মুরগির কেজি রাখা হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা।

ফার্মের মুরগির প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে চিনি ও কয়েক ধরনের ডালের দাম। সপ্তাহের ব্যাবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে।

ক্রেতারা বলছেন, নিয়মিত তদারকির অভাবে এমন দাম বাড়ছে। পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষকে।

Link copied!