• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৬

মাধবদীতে আগুনে পুড়ে ৪০ দোকান ছাই


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৪:১১ পিএম
মাধবদীতে আগুনে পুড়ে ৪০ দোকান ছাই
নরসিংদীর মাধবদী বাজারে আগুনে পুড়ে গেছে ৪০টি দোকান। ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে আগুনে পুড়ে গেছে ৪০টি দোকান। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পরে মাধবদী বড় মসজিদে মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে পুরোপুরি আগুন নির্বাপণ হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ১০টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানিয়েছেন, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয়।
 

Link copied!