• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পিএসএলের নতুন চ্যাম্পিয়ন আফ্রিদির লাহোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:২৮ পিএম
পিএসএলের নতুন চ্যাম্পিয়ন আফ্রিদির লাহোর
ছবি সংগৃহীত

পাকিস্তানে ক্রিকেট ফেরাতে কোনো কমতি রাখছে না পিসিবি। তারই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জাঁকজমকপূর্ণ উদ্বোধন, ব্রডকাস্টিং কোয়ালিটি কিংবা ক্রিকেটের মান নিয়ে প্রশংসা ছিল ক্রিকেট মহলে। পিএসএলের সপ্তম আসরে মুলতান সুলতানসকে হারিয়ে শিরোপা জিতেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাদ্দাফি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় লাহোর। 

ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালান্দার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। পঞ্চম ওভারে ২৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের বিপর্যয়ে হাল ধরেন কামরান গুলমান ও মোহাম্মদ হাফিজ। তাদের ৫৪ রানের জুটি দলের প্রাথমিক চাপ সামলে বড় স্কোরের ইঙ্গিত দেয়। 

কামরান গুলমান ২০ বলে ১৫ রান করে আসিফ আফ্রিদির বলে সাজঘরে ফিরে গেলেও ফিফটি তুলে নেন মোহাম্মদ হাফিজ। ৪৬ বলে ৬৯ রান করেন তিনি, যেখানে ইনিংসে ছিল ৯টি চারের সঙ্গে একটি ছক্কার মার। 

হাফিজ বিদায় নেওয়ার পরই ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড ভিসা ও হেরি ব্রক। তাদের ১৬ বলের জুটিতে দলের স্কোরে ৪৩ রান যুক্ত হয়। এর মধ্যে ৮ বলে ২৮ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন ভিসা। ২ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন হেরি ব্রক। 

ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে লাহোর। মুলতানের পক্ষে আসিফ আফ্রিদি ৩টি এবং উইলি ও ধাহানি নেন একটি করে উইকেট। 

জবাব দিতে নেমে শুরু থেকেই দিশা খুঁজে পায়নি মুলতান সুলতান। শুরুর দিকে মোহাম্মদ হাফিজ ও শেষে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে তারা। ২৩ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। ১৭ বলে ২৭ রান আসে টিম ডেভিডের ব্যাট থেকে। 

নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানে অলআউট হয় মুলতান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পান মোহাম্মদ হাফিজ। 

ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার উঠেছে অভিজ্ঞ হাফিজের হাতে। আর পিএসএলের এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!