• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

পঞ্জাবের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৮:০৮ পিএম
পঞ্জাবের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
ছবি- সংগৃহীত

দিনের প্রথম ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের দেখানো পথে হাঁটলো পঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নামবে।

রোববার (২৭ মার্চ)মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনের দ্বিতীয় খেলা।

দুই দলই তাদের স্কোয়াডে পরিবর্তন করেছে। পঞ্জাব মায়াঙ্ক আগারওয়ালকে নতুন অধিনায়ক করেছে। এদিকে বিরাট কোহলি বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার পর সাবেক চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ব্যাটার ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করেছে।

পঞ্জাব কিংস একাদশ: মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপাকশে (উইকেটরক্ষক), ওডেন স্মিথ, সরফরাজ খান, আর্শদ্বীপ সিং, হারমানপ্রিত ব্রার, সন্দ্বীপ শর্মা ও রাহুল চাহার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, বিরাট কোহলি, ডেভিড উইলি, ভানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!