• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লিটনের প্রথম সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৪:১৯ পিএম
লিটনের প্রথম সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে

টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সে কারণে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে জায়গা হয়নি লিটন কুমার দাসের। তবে টেস্টে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ঠিকই ধরে রাখলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছেন এই ড্যাশিং ব্যাটার। টেস্টে এটাই লিটনের প্রথম সেঞ্চুরি। 

বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা, ট্রলের কোনো কমতি ছিল না। সমালোচনার জবাব যে ব্যাটেই দিতে হয়, তা ভালো করেই জানা ছিল তার। আর সেঞ্চুরি করেই সমালোচনার জবাব দিলেন লিটন। 

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান করেছিলেন লিটন। সেদিনের সেঞ্চুরির আক্ষেপ আজ ফুরিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। দলের বিপদের মুহূর্তে তার অপরাজিত সেঞ্চুরিতেই দিশা পেয়েছে দল। 

টাইগারদের ড্যাশিং এই ওপেনার সেঞ্চুরি করতে ১০টি চার ও একটি ছয় মেরেছেন।

৪৯ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দুইজনের অপরাজিত জুটিতে ২০০ পার করে বাংলাদেশ।

লিটন-মুশফিকের রেকর্ড জুটিতে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ। মুশফিক ব্যাট করছেন ৭৭* রানে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!