• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০২:৩৯ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়?

ক্যাম্প ন্যুর এককালের সেরা খেলোয়াড় জাভির হার্নান্দেজ কোচের ভূমিকায় ফিরে আসায় অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছিলেন বার্সা ভক্তরা। একই সঙ্গে বিশ্বসেরা তারকা লিওনেল মেসিও দলে ফেরার আভাস দেওয়ায় যেন আরও উজ্জীবিত হয়ে উঠছিল কাতালানরা।

তবে সেই আনন্দে পানি ঢেলে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেছে বার্সেলোনা। পয়েন্ট হারিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার আশঙ্কায় পড়েছে দল।

‘ই’ গ্রুপে প্রথম ম্যাচই বায়ার্ন মিউনিখের বিপক্ষে হার। দ্বিতীয় ম্যাচেও হার বেনফিকার কাছে। এরপর দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ডিপাই আর ডি ইয়ংরা। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে জয় পেলেই ৩ পয়েন্টসহ নিশ্চিত হতো শেষ ১৬ রাউন্ড।

ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের আশায় ছিলেন ভক্তরা। কিন্তু সেই বেনফিই আবার বিপদে ফেলল বার্সাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল পায়নি বার্সেলোনা। গোলশূন্য ড্র করে কঠিন হয়ে গেছে বার্সেলোনার টিকে থাকার লড়াই।

‘ই’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকলেও বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে বেনফিকা। ৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বর অবস্থানে থাকলেও এই দলটির শেষ ম্যাচ দুর্বল দল কিয়েভের সঙ্গে। এদিকে বার্সার প্রতিপক্ষ আবারও সেই বায়ার্ন।

বার্সা যদি শেষ ম্যাচে হারে কিংবা ড্র করে, তাহলে দিনামো কিয়েভের সঙ্গে হেরে গিয়েই শেষ ষোলোতে পৌঁছে যেতে পারে বেনফিকার। তাই চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে বার্সা ভক্তরা পুরোনো শত্রু বায়ার্নের বিপক্ষে জয়ের কোনো বিকল্প দেখছেন না।

খেলা বিভাগের আরো খবর

Link copied!