• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চাপ সামলাতে না পেরে মাহমুদউল্লাহও ফিরে গেলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:১০ পিএম
চাপ সামলাতে না পেরে মাহমুদউল্লাহও ফিরে গেলেন
ছবি সংগৃহীত

দলীয় ৫০ রান করার আগেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম। এই দুই ব্যাটার দ্রুত গতিতে রান তুলতে থাকেন। কিন্তু আফগান স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে বিদায় নেন রিয়াদও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম (২৪) ও  আফিফ হোসেন (৪)। 
 
শনিবার (৫ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতোই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।   

ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও পাওয়ার-প্লেতে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারে প্রথমে মুনিম শাহরিয়ার ও পরে লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সেই চাপের মধ্যেই আবার রানআউট হয়ে ফিরে যান মোহাম্মদ নাঈম।

Link copied!