• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলার মাঠে ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যামেরা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৪:২৭ পিএম
খেলার মাঠে ভূমিকম্পে কেঁপে উঠেছে ক্যামেরা

ওয়েস্ট ইন্ডিজে বসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। শনিবার একটি ম্যাচ চলাকালে ভূকম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে আলোচনা। ক্রিকেটারদের ওপর এর প্রভাব না পড়লেও লাইভ চলাকালে সেটি ধরা পড়ে ক্যামেরায়।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ভূমিকম্পের সময় আইরিশ বোলার ম্যাথিউ বল করছিলেন। ব্যাটিং প্রান্তে ছিলেন ব্রায়ান বেনেট। ওই মুহূর্তে ধরা পড়ে, তীব্র ঝাঁকুনি খেয়ে কেঁপে উঠছে ক্যামেরা। তবে এই ঘটনায় কোনো অঘটন ঘটেনি। ক্রিকেটাররা মাঠে স্বাভাবিক খেলা চালিয়ে গেছেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সবাই বুঝতে পারে ধারাভাষ্যকারের ধারা বিবরণীতে। তিনি ভূ-কম্পনের বর্ণনা দিচ্ছিলেন।

ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৮ বল হাতে রেখেই ৮ উইকেটে জয়লাভ করে আইরিশ যুবারা। জিম্বাবুয়েকে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!