• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ক্লার্ক, স্মিথদের পেছনে ফেললেন রুট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:১০ পিএম
ক্লার্ক, স্মিথদের পেছনে ফেললেন রুট

চলতি বছরটা ব্যাট হাতে দুর্দান্ত কাটাচ্ছেন ইংলিশ অধিনায়ক জো রুট। রানের ফোয়ারা ফুটিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রুট। এরই মধ্যে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথের মতো তারকা ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন তিনি। 

এক ক্যালেন্ডার ইয়ারে রানের বিবেচনায় এর আগের টেস্টেই ছাড়িয়ে গেছেন টেন্ডুলকার ও গাভাস্কারকে। এবার অ্যাশেজের তৃতীয় টেস্টে ৫০ রান করে ছাড়িয়ে গেছেন ক্লার্ক ও স্মিথকে। ২০২১ সালে রুটের ব্যাট থেকে এসেছে ১৬৮০ রান। 

১৭৮৮ রান নিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানের চূড়ায় রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালে ১৭১০ রান করেছিলেন তিনি। 

তবে ব্যাট হাতে রুটের দারুণ সময় কাটলেও দল হিসেবে পারফরম্যান্স করতে পারছে না ইংল্যান্ড। এরই মধ্যে অ্যাশেজের প্রথম দুই টেস্টেই হেরেছে তারা। আর নিজেদের তৃতীয় টেস্টেও দলের ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে। মাত্র ১৮৫ রানেই অল আউট হয়েছে ইংলিশরা। মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।  

Link copied!