• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টারে রিয়ালের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৪:২৪ পিএম
কোয়ার্টারে রিয়ালের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চেলসি
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল আট দল। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ হবে, এটা অজানা ছিল। অবশেষে লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে গেল গতকাল শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায়। বর্তমান চ্যাম্পিয়ন ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৭ মার্চ রাত ১টায় স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।

একই দিনে ভিয়ারিয়াল খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। আর তার আগের দিন ৬ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে সিটির ঘরের মাঠে। সেদিন বেনফিকার মুখোমুখি হবে অলরেডস লিভারপুল।

উয়েফা শুধু কোয়ার্টার ফাইনালই নয়, সেমিফাইনালের ড্রও করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে, সেই দল সেমিফাইনালে খেলবে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। অন্যদিকে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা ও লিভারপুল ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

গত বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজ দেশের ক্লাব ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। কিন্তু এবার সেমিফাইনালে উঠতে হলে ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে হারাতে হবে টমাস টুখেলের দলকে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে মেসি, নেইমারদের পিএসজিকে হারিয়ে কোয়ার্টারে উঠে এসেছে করিম বেনজেমারা। ফলে তাদের হারানো এত সহজ হবে না আলোচনা-সমালোচনার মধ্যে থাকা ইংলিশ ক্লাবটির পক্ষে।

শেষ আটে দেখা যাবে দুই দুঁদে কোচের মগজের লড়াই। এক দিকে আকাশি-নীল ম্যানচেস্টারের পেপ গার্দিওলা। অন্যদিকে অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টারে উঠে এসেছে অ্যাটলেটিকো। শেষ আটে ম্যানচেস্টারেরই আরেকটি দল সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেল তারা।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন ও লিভারপুল। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বায়ার্ন এবং পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে মোহামেদ সালাহ ও সাদিও মানেদের লিভারপুল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!