• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোহলির শততম ম্যাচ তিন দিনেই জিতল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৬:৩৫ পিএম
কোহলির শততম ম্যাচ তিন দিনেই জিতল ভারত
ছবি সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ বলে কথা। এমন সমীকরণের ম্যাচে কোহলি ছিলেন সাদামাটা। কোহলি না পারলেও সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বলের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পর স্পিন ঘুর্ণিতে লঙ্কানদের দুই ইনিংসে নেন ৯ উইকেট! ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে তিন দিনের মাঝে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। 

প্রথম ইনিংসে ৮ উইকেটে ভারতের ৫৭৪ রানের পর শ্রীলঙ্কার তৃতীয় দিনের শুরুটা খারাপ ছিল না। ৪ উইকেটে ১০৪ রান নিয়ে পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কার ব্যাটিং ভয়-ই ছড়াচ্ছিল ভারতের মনে। কয়েক ওভার যাওয়ার পর আসালঙ্কাকে সাজঘরে ফিরিয়ে দৃশ্যপটে বদল আনে জসপ্রীত বুমরাহ। তার পর জাদেজার এক ওভারে বিদায় নেন আরও দুই ব্যাটার। এই ওভারেই নিশ্চিত হয়ে যায় লঙ্কান ব্যাটিংয়ের ভবিষ্যৎ। পাথুম নিসাঙ্কা ৬১ রানে ক্রিজে থাকলেও বাকিরা ফিরে গেছেন ব্যর্থ ভঙ্গিতে। 

ফলে লঙ্কানদের প্রথম ইনিংস শেষ হয় ১৭৪ রানে। ৪১ রানে রবীন্দ্র জাদেজা একাই নেন ৫ উইকেট। দুটি করে নেন জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন মোহাম্মদ সামি।

৪০০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে যাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। একপাশে নিরোশান দিকবেলা অপরাজিত থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি বাকি ব্যাটাররা। ফলে ১৭৮ রানে শেষ হয়েছে দলটির দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন দিকবেলা।  

ভারতের হয়ে অশ্বিন-জাদেজা নেন ৪টি করে উইকেট। এছাড়া পেসার মোহাম্মদ সামি নেন দুটি উইকেট।

মোহালি টেস্ট আবার ছিল ভারতের মাইলফলকেরও। কোহলির শততম টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্স করা জাদেজা এদিন ইতিহাসও গড়েছেন। তার অপরাজিত ১৭৫ রানেই ৮ উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করছিল ভারত। তার পর বল হাতেও দ্যুতি ছড়িয়ে এক ইনিংসে ১৫০+ রান ও ৫ উইকেট নেওয়া টেস্টের মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন। 

আবার একই টেস্টে কিংবদন্তি কপিল দেবকে (৪৩৪) টপকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন রবি অশ্বিন (৪৩৬)। সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি।   

Link copied!